আমাদের ডেলিভারি পণ্য, ভাঙ্গা, দাগ, ক্ষত, রং নষ্ট হওয়া ইত্যাদি অবশ্যই ভালভাবে দেখে এবং বুঝে নেবেন। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে কোন ধরনের সমস্যার জন্য এই প্রতিষ্ঠান দায়ী হবে না এবং কোন সমস্যাযুক্ত পূর্ণ দায়ভার নেবে না। ধন্যবাদ।।
যেকোনো পণ্য অর্ডার করার পর, পরিবর্তন কিংবা বাদ দিতে চান তাহলে অবশ্যই তিন (৩)থেকে ছয় (৬)ঘন্টার মধ্যেই অর্ডারকৃত পণ্য বাদ কিংবা পরিবর্তন করতে পারবেন।
কোন গ্রাহক যদি পণ্য অর্ডার করে,অগ্রিম টাকা পেমেন্ট দিয়ে থাকে অবশ্যই তিন(৩) থেকে ছয় (৬)ঘণ্টার মধ্যে ফেরত নিতে পারবে এবং ইলেকট্রোশিয়া বিডি দিতে বাধ্য থাকিবে,এরই মধ্যে যদি কোন গ্রাহকের পণ্য ডেলিভারির জন্য গাড়িতে কিংবা কুরিয়ারে পাঠানো হয়, তাহলে গ্রাহকে ডেলিভারি চার্জ কেটে রাখা হবে,চার্জ কেটে রাখার পর পেমেন্ট কিত বাকি টাকা ফেরত দেওয়া হবে।
আর একটি কথা আমাদের ওয়েবসাইট এ আমরা যে পুরস্কারে ব্যাবস্তা রেখে ছি সে গুলো শুধু ওয়েবসাইট যাকে দেওয়ার জন্য কনফার্ম করবে শুধু সেই পাবে।
ধন্যবাদ।